সারাদেশ

বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মুফতি এনাম খানের পদত্যাগ

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ২:১০:২৫ প্রিন্ট সংস্করণ

মুফতি এনাম খান

মো আবীর হাসান, সাভার উপজেলা প্রতিনিধি:  বাংলাদেশ খেলাফত মজলিসের শিমুলিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি এনাম খান দলটির সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দলের সাথে সম্পৃক্ত থাকা এই নেতা সোমবার এক লিখিত বিবৃতিতে তার পদত্যাগের কথা জানান।

মুফতি এনাম খান জানান, ২০০১ সাল থেকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এবং সাবেক আমীরে মজলিস আল্লামা প্রিন্সিপাল হাবীবুর রহমান (রহ.)-এর হাত ধরে তিনি মূল দলে যুক্ত হন। এরপর থেকে নিষ্ঠার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করলেও, দলীয় নেতৃত্ব নির্বাচনে স্বজনপ্রীতি ও সিন্ডিকেট সংস্কৃতি প্রবলভাবে বিদ্যমান থাকায় তিনি হতাশা প্রকাশ করেন।

তার ভাষায়, “এভাবে চলতে থাকলে আগামী একশো বছরেও বাংলাদেশ খেলাফত মজলিস আওয়ামী পর্যায়ে বিস্তৃত হতে পারবে না।” তিনি আরও বলেন, বর্তমান আমীরে মজলিস আল্লামা মামুনুল হক ছাড়া জাতীয় পর্যায়ে যোগ্য নেতা তৈরি হয়নি, যা দলটির ভবিষ্যতের জন্য শঙ্কাজনক।

সবশেষে, তিনি দলটির সব পদ ও কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বর্তমানে মুফতি এনাম খান দারুল হিদায়া মাদরাসার প্রিন্সিপাল ও কবিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Author

আরও খবর

Sponsered content