অভিযান

মধ্যনগরে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ২:১২:৩২ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন তালুকদার,মধ্যনগর প্রতিনিধি: বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৭০ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ১১ আগস্ট সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করে বাঙালভিটা বিওপি। সীমান্ত পিলার ১১৯০/১৩—এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়ায় ২১০০ মিটার ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য চৌদ্দ লক্ষ সত্তর হাজার।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ব্লেজারের কাপড় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Author

আরও খবর

Sponsered content