প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ২:৩৫:২৮ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ছিনতাইকৃত মোটরসাইকেল সহ বুলেট অপু (২৩) ও তার সহযোগী শাহজাহানকে (২৮) গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগষ্ট) গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা পেট্রোল পাম্প সংলগ্ন একটি চায়ের দোকান থেকে অপুকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজাহানকে আটক করা হয়।।এসময় বুলেট অপুর কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।বুলেট অপু চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের আকরাম উদ্দিন পন্ডিত বাড়ির মিজান হোসেনের ছেলে এবং শাহজাহান একই ইউনিয়নের হরিশ্চর লোচার বাড়ির মোঃ ইউসুফের ছেলে।
গ্রেফতারকৃতরা গত ৩০ শে জুলাই রাতে রামগঞ্জ বাজার ব্যাবসায়ী চন্দন মজুমদারের মটোরসাইকেল ও নগদ ৪ লক্ষ টাকা ছিনতাই করে। এবিষয়ে ভুক্তভোগী চন্দন রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে মঙ্গলবার রাতে রামগঞ্জ থানার এস আই সাব্বির, এএসআই মনির হোসেন,এএসআই মোরশেদ ও মহিউদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযানে অভিযুক্তদের গ্রেফতার ও মটোরসাইকেল উদ্ধার করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপু ও শাহজাহানকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়ছে। তাদের বিরুদ্ধে ছিনতাই সহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।