প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ৬:২০:৫৬ প্রিন্ট সংস্করণ
লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর জেলা শাখার ভাইস চেয়ারম্যান মনোনিত হয়েছেন রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও কেন্দ্রীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মাহবুব আলম।গত ১০ আগষ্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কার্যালয়ের প্যাডে মহাসচিব ড. কবির মোঃ আশরাফুল স্বাক্ষরিত উক্ত কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও উক্ত কমিটির চেয়ারম্যান হলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সদস্য গাজী গিয়াস উদ্দিন, ফারুক হোসেন নুর-নবী, অপূর্ব কুমার সাহা, সেলিম উদ্দীন নিজামী, সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, নাছির আহম্মেদ মাসুদ, সমন্বয়ক সাইফুল ইসলাম ও আবদুল্লাহ আল বারাকাত।
এ বিষয়ে জেলা কমিটির ভাইস চেয়ারম্যান রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও কেন্দ্রীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মাহবুব আলম বলেন রেড ক্রিসেন্টের মানব সেবামূলক কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং জেলার মানুষের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।