হাসান মাহমুদ, স্টাফ রিপোর্টার : সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা-১৯ আসনে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৩ আগস্ট) সকালে বিরুলিয়া ব্রিজ এলাকায় কয়েকশ বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা হাতে হাত রেখে এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়ন ঢাকা-১৯ আসনের অংশ হিসেবে রয়েছে। কিন্তু সদ্য ঘোষিত আসন বিন্যাসে নির্বাচন কমিশন এ দুই ইউনিয়নকে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। তারা অভিযোগ করেন, কেরানীগঞ্জ সাভারের তুলনায় অনেক দূরে হওয়ায় সাধারণ মানুষ বিভিন্ন সেবা গ্রহণে ভোগান্তির শিকার হবে।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তারা ঢাকা-আরিচা মহাসড়ক, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক ও বিরুলিয়া বেরিবাঁধ সড়ক অবরোধ করবেন।
এ সময় বক্তব্য রাখেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সাবেক সদস্য সচিব মনিরুল হক, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মনির হোসেন এবং ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি শ্রী অর্নব কুমারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্থানীয়দের দাবি, তারা অতীতে যেমন ঢাকা-১৯ আসনের অন্তর্ভুক্ত ছিলেন, ভবিষ্যতেও সেভাবেই থাকতে চান। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান—অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে পুনরায় ঢাকা-১৯ আসনে বহাল রাখতে হবে।