সারাদেশ

আধ্যাত্মিক প্রশিক্ষণে শতাধিক অংশগ্রহণকারী: খানকায়ে আহমদিয়ার সহবত কোর্স সমাপ্তি

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৫ , ৪:২২:৩০ প্রিন্ট সংস্করণ

শোয়েব হোসেন: আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির লক্ষ্যে আয়োজিত খানকায়ে আহমদিয়ার ২৯তম অনলাইন সহবত কোর্স বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটে সফলভাবে সমাপ্ত হয়েছে। ১৪ দিনব্যাপী এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শতাধিক আধ্যাত্মিক অন্বেষণকারী অংশ নেন।

অংশগ্রহণকারীরা জানান, কোর্স চলাকালীন সময়ে তারা কাশফ (অদৃশ্য জগতের দর্শন), ইলহাম (আল্লাহর পক্ষ থেকে অন্তর্দৃষ্টি) এবং গভীর আত্মিক প্রশান্তির অভিজ্ঞতা লাভ করেছেন। তাদের কিছু অভিজ্ঞতা “মাকতুবাতে আহমদী” নামের ফেসবুক প্রোফাইলে সংরক্ষিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক ও জাতীয় মুফতি বোর্ড ঢাকা মহানগর সভাপতি শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী (হাফিজাহুল্লাহ) বলেন—

“আত্মিক উন্নতি শুধু জ্ঞান অর্জনের মাধ্যমে সীমাবদ্ধ নয়। হৃদয়ে আল্লাহর নূর প্রতিষ্ঠিত হলে কাশফ ও ইলহামের দ্বার উন্মুক্ত হয়।”

খানকায়ে আহমদিয়ার তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা তাযকিয়া (আত্মশুদ্ধি) ও তাসাউফ (ইসলামি আধ্যাত্মিকতা) অনুশীলনের মাধ্যমে নতুন এক আধ্যাত্মিক বাস্তবতার স্বাদ পান।

আগামী কোর্সের ঘোষণা:
২৯তম কোর্স শেষে আগামী ১৬ আগস্ট ২০২৫ রাত ১০টা থেকে শুরু হবে ৩০তম অনলাইন সহবত কোর্স। ইতোমধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। আয়োজকদের মতে, এই ধারাবাহিক কোর্স আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনার নতুন অধ্যায় সূচনা করবে।

খানকায়ে আহমদিয়া পরিচিতি:
২০১২ সালে প্রতিষ্ঠিত খানকায়ে আহমদিয়া দীর্ঘদিন ধরে কাশফ, ইলহাম ও আত্মশুদ্ধির প্রশিক্ষণ প্রদান করে আসছে। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও প্রতিষ্ঠানটি আধ্যাত্মিক সাধনার নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে পরিচিতি লাভ করেছে।

📍 ঠিকানা: মোহাম্মদপুর, বসিলা ব্রিজ পার, দুদু মার্কেট, ঢাকা
📞 যোগাযোগ: 01310966746

Author

আরও খবর

Sponsered content