দুর্ঘটনা

গৌরীপুরে বাবা-ছেলের ঝগড়ায় ভাতিজা নিহত

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৫ , ৪:০৩:৪৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:  ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে মোখশেদ আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) রাত ৯টার দিকে উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোখশেদ আলী ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে মোখশেদের চাচা বাচ্চু মিয়া ও তার ছেলে আকাশ মিয়ার মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে বাবা-ছেলের হাতাহাতি হয়। তাদের ঝগড়া থামাতে এগিয়ে গেলে আকাশ মিয়া ছুরি দিয়ে মোখশেদকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত আকাশকে আটকের চেষ্টা চলছে।

Authors

আরও খবর

Sponsered content