সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় সীমান্তে ২ মণ ২ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ২:৪১:৪৭ প্রিন্ট সংস্করণ

নিজেস্ব প্রবিনিধিঃ  কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ২ মণ ২ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড এর (বিজিবি) সদস্যরা

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধা ৬ ঘটিকার দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর ব্যাপারীটারী সীমান্ত এলাকা থেকে গাঁজা গুলো জব্দ করা হয়।জব্দকৃত গাঁজা গুলোর আনুমানিক মুল্য ৩ লাখ টাকা হতে পারে বলে ধারনা করা হচ্ছে

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি বড় ধরনের মাদকের চালান ভারত থেকে বাংলাদেশে পার হচ্ছে

বিজিবি সদস্যরা কালক্ষেপণ না করে সীমান্ত এলাকায় সশস্ত্র অভিযান চালান।এ সময় একদল চোরাকারবারী ভারত থেকে গাঁজার পোটলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাঁজার পোটলাগুলো ফেলে দ্রুত গতিতে পালিয়ে যায় চোরাকারবারীরা।পরে ঘটনাস্থল থেকে ৮২ কেজি (দুই মন দুই কেজি) গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে যান বিজিবির সদস্যরা

ক্যাম্পের দায়িত্বরত বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাঁজার বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ্য টাকার বেশি হতে পারে এ ঘটনায় সীমান্তেমাদক ব্যাবসায়ী ও চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক মামলা দায়েরের সব ধরনের প্রস্তুতি চলছে।

এই বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন জন ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছেন।

Author

আরও খবর

Sponsered content