প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ১:০২:৫৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি: র্যাব-৫ এর একজন এফএস সদস্যকে বিতর্কিত করতে ও অভিযানকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছেন এক মাদক ব্যবসায়ী দম্পতি।
১৯ আগস্ট সোমবার এ সংবাদ সম্মেলন করেন মাদক মামলার আসামি লামিয়া আক্তার। পুলিশের রেকর্ড অনুযায়ী, লামিয়া ও তার স্বামী শাহাজানের বিরুদ্ধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি শাহাজানের অবৈধ অস্ত্রসহ একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে র্যাব তাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরপর থেকেই তারা র্যাব সদস্য এসআই স্বাধীনকে লক্ষ্য করে বিভিন্ন অপপ্রচার শুরু করে। স্থানীয়দের অভিযোগ, সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই দম্পতি মূলত স্বাধীনকে বিতর্কিত করার চেষ্টা করছে।
বুধপাড়া এলাকার মিন্টু, নয়ন ও শামীম জানান, শাহাজান ও লামিয়া একসময় শহরের বিভিন্ন ভাড়া বাড়িতে থেকেছেন এবং প্রতিটি জায়গাতেই মাদক ব্যবসা চালিয়েছেন। এমনকি লামিয়ার ইয়াবা সেবনের ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
থানা সূত্রে জানা গেছে, লামিয়ার বিরুদ্ধে চন্দ্রিমা ও মতিহার থানায় চারটি এবং শাহাজানের বিরুদ্ধে রাজপাড়া ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মাদক মামলা রয়েছে।
তবে সংবাদ সম্মেলনে লামিয়া দাবি করেন, তারা এখন ভালো পথে ফিরেছেন। কিন্তু স্থানীয়রা এটাকে প্রশাসনকে বিভ্রান্ত করার কৌশল বলেই মনে করছেন।