প্রতিনিধি ২১ আগস্ট ২০২৫ , ৩:১২:৫৮ প্রিন্ট সংস্করণ
মুক্তকথন ডেস্ক : সাভার পৌরসভায় ঘুষের টাকা নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, দক্ষিণ দরিয়াপুর মৌজার একটি হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের আবেদনকে ঘিরে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সহকারী কর আদায়কারী নজরুল ইসলাম গ্রাহকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে মাত্র এক হাজার একশ পঞ্চাশ টাকার রশিদ দেন এবং পরবর্তীতে কাজ ঝুলিয়ে রাখেন।
এ নিয়ে কর নির্ধারক নাজমুল হাসান বুধবার দুপুরে নজরুল ইসলামকে প্রশ্ন করলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ঘটনার সময় উপস্থিত সহকারী কর নির্ধারক তন্দ্রা ইয়াসমিন জানান, মূলত একটি ফাইলকে কেন্দ্র করেই এ সংঘর্ষ ঘটে। তবে ঘুষের টাকা নিয়ে কোনো মারামারি হয়নি বলে দাবি করেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে নজরুল ইসলামের মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।
এ ঘটনায় সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার জানান, বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।