প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ৩:১৭:২০ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি এলাকার বাগবাড়ী গ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক মো. আল-আমিন (৩০) কে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি মৃত মাওলানা আবুল কালাম আজাদীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় আল মদিনা জামে মসজিদের ইমাম আল-আমিন প্রায় তিন মাস ধরে মক্তবে ওই শিশুকে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছিলেন। গত ৩১ জুলাই সকালে পাঠ শেষে কৌশলে শিশুটিকে আলাদা কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকে আসামি আল-আমিন পলাতক ছিলেন। অভিযোগের পরপরই র্যাব-১৪ এর সিপিএসসি ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে সদর কোম্পানি র্যাব-৯ সিলেটের সহযোগিতায় শুক্রবার (২২ আগস্ট ২০২৫) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সিলেট মহানগর পুলিশের সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আল-আমিনকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র্যাব।