বিশ্ব

চাঁপাইনবাবগঞ্জে পুশইন ভারতীয় নাগরিকরা ফিরতে চাই ভারতে

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ১:০৮:২৭ প্রিন্ট সংস্করণ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আটক ৬ ভারতীয় নাগরিক নিজ দেশ ভারতে ফেরত যেতে চাই। আর তাদের ফিরিয়ে নিতে আশ্বাস দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। পুশইন করা ওই ৬ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সাথে যোগাযোগ করেছেন তারা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আটকের পর বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারের পর ভারতের পুলিশের বিশেষ শাখা আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা আটক ৬ নাগরিককে ফেরত নিতে চায়। তাই এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। যেহেতু আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে সেহেতু আমরা সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছি। তবে শেষ পর্যন্ত ভারত যদি তাদের নাগরিকদের ফেরত না নেয় তাহলে অনুপ্রবেশের মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠানো হবে।

সূত্রে জানা যায়, তারা দিল্লির একটি ইট ভাটায় কাজ করতেন। সেখানকার পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক দাবি করে গ্রেফতার করে এবং কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায়। পরে তারা কুড়িগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জে আসে। পুলিশের ধারণা, তারা সীমান্তের নদীপথ ব্যবহার করে ভারতে ফেরার চেষ্টা করছিলেন। তবে তার আগেই অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

এর আগে গত বুধবার (২০ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলীনগর ভূতপুকুর এলাকার আইনাল হকের ছেলে হাফু মিয়ার বাড়ি থেকে শিশু নারীসহ ৬ জনকে আটক করে পুলিশ। গত ২৬ জুন কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। এরপর তারা চাঁপাইনবাবগঞ্জের এক আত্মীয় হাফুর বাড়িতে আশ্রয় নেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

আটককৃতরা হলো- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার পাইকর গ্রামের মো. দানেশ (২৮), তার স্ত্রী সোনালী বেগম (২৬), সন্তান মো. সাব্বির (৮) এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম (৩৩) ও তার দুই ছেলে কুরবান দেওয়ান (১৬) ও ইমাম দেওয়ান (৬)। ###

Author

আরও খবর

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়ত উলামা হিন্দ সাধারণ সম্পাদক মুফতি আমিন উদ্দিন সরদার উপস্থিতে জামিয়া হাউয়া লিল-বানাত ও মিশনের দোওয়ার মজলিস 

আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবিরে তৃণমূলের সরেজমিন নজরদারি: বামনগাছিতে বিতর্ক, প্রশ্ন এলসিএম-এর ভূমিকা নিয়ে

শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ইমাম, বিশ্বাসের মসজিদে অবিশ্বাসের আগুন

আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নিষিদ্ধের সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ দূতাবাসের

মথুরাপুর বিধানসভার শিবম কমপ্লেক্স AIMIM পার্টির যোগদানের মেলা অনুষ্ঠিত হল

জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আম,সবেদা ও পাতি লেবুর গাছের চারা তুলে দেওয়া হলো

Sponsered content

আরও খবর: অন্যদেশ

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়ত উলামা হিন্দ সাধারণ সম্পাদক মুফতি আমিন উদ্দিন সরদার উপস্থিতে জামিয়া হাউয়া লিল-বানাত ও মিশনের দোওয়ার মজলিস 

আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নিষিদ্ধের সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ দূতাবাসের

মথুরাপুর বিধানসভার শিবম কমপ্লেক্স AIMIM পার্টির যোগদানের মেলা অনুষ্ঠিত হল

জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আম,সবেদা ও পাতি লেবুর গাছের চারা তুলে দেওয়া হলো

আন্তর্জাতিক মিলাদুন নবী (সা.) ১৫০০ বছর পূর্তি ও ইমাম আহমদ রেজা খান (রহ.) কনফারেন্স কায়রোতে অনুষ্ঠিত

বিধায়ক বিশ্বনাথ দাসের উপস্থিতে রামচন্দ্রপুর সু-স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত