প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ১:৫৬:০৫ প্রিন্ট সংস্করণ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে একটি সিএনজি অটোরিকশা চুরির মামলা দায়ের করায় অস্ত্র দিয়ে ফাঁসানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামের ওয়ারিছ আলীর ছেলে ইরাক প্রবাসী আবদুল মজিদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগি আবদুল মজিদ বলেন, গত ৭ জুলাই রাত ১২টা থেকে সকাল ১০টার মধ্যে যুক্তরাজ্য প্রবাসী আল আমিনের গ্যারেজ থেকে তার মালিকানাধীন একটি সিএনজি অটোরিকশা (রেজিঃ সুনামগঞ্জ থ-১১-২৫১১) চুরি হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামী করে ছাতক থানায় একটি মামলা (নং ১৪/২৩৬) দায়ের করেন।
এর প্রেক্ষিতে থানা পুলিশ রাউলী গ্রামের মৃত মখলিছ আলীর স্ত্রী ফুলবাহার, একই গ্রামের আবদুল কাদিরের স্ত্রী বেগম বাহার ও দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের ছুরাব আলীর ছেলে সায়মন আহমদকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। ইতোমধ্যে বেগমবাহার ও ফুলবাহার জামিন নিয়েছেন। অন্যান্য আসামী গ্রেফতার হয়নি। তিনি বলেন, সিএনজি অটোরিকশা চুরির মামলা দায়েরের পর মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষরা।
তিনি বলেন, আগিজাল গ্রামের বুরহান উদ্দিনের জায়গায় ইট রেখে তিনি বসতঘর তৈরি করছিলেন। ওই ইটের স্তপ থেকে গত ২০ আগষ্ট ভোরে যৌথবাহিনী একটি বিদেশি রিভলভার উদ্ধার করে। যৌথবাহিনী কর্তৃত অস্ত্র উদ্ধারের পর আমার মামলার আসামীদের আত্মীয় কলিম উদ্দিন নামের ৭এপিবিএন এর কর্মরত জনৈক ব্যক্তি তার নামীয় ফেইসবুকে আশ্লিল ভাষায় আমাকে হুমকি দেন। এছাড়া মামলার ৪নং আসামী জামিল হকের সৎ ভাই রবিউল, তারচাচাতো ভাই ফয়জুল হক তাদের নামীয় ফেইসবুকেও হুমকি প্রদান করেছেন।
এছাড়া আসামীদের আত্মীয় রিয়াজুল হক মারুফ, এইচকে শিপন আহমদসহ বিভিন্ন ব্যক্তিরা তাদের নামীয় ফেইসবুক আইডি দিয়ে আমার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে নানা অপপ্রচার চালিয়ে মানহানী করে যাচ্ছেন। আবদুল মজিদ বলেন,আমার জীবিকার একমাত্র অবলম্বন সিএনজি অটো রিকশা চুরি হয়ে যাওয়ায় তিনি পরিবারসহ চরম কষ্টে জীবন-যাপন করছেন। সিএনজি অটো রিকশাটি উদ্ধারসহ হুমকী দাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।