প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ৩:১৩:০৪ প্রিন্ট সংস্করণ
আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন ছাত্র মজলিসের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি/দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩টায় স্থানীয় একটি ক্লাব মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব (সাংগঠনিক) জেলা শাখার সভাপতি সালমান আহমদ, প্রকাশনা সম্পাদক আদনান হোসাইন ঈমন, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ জহির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক কেএম মনসুর আহমদ, ইসলামী যুব মজলিস ডৌবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আসহাব উদ্দিন আল আযাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ছাত্র মজলিসের মৌলিক স্লোগান হলো “জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজবিপ্লবের জীহাদে শরীক হোন”! একজন শিক্ষার্থীর সর্ব প্রথম দায়িত্ব হলো জ্ঞান অর্জন করা আর দ্বিতীয় দায়িত্ব নৈতিক গুণাবলী অর্জনের মাধ্যমে চরিত্র গঠন করা। আজ যত অন্যায়, অপকর্ম ও দুর্নীতি হচ্ছে এগুলো কোন অশিক্ষিত মানুষ করছে না। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মানুষগুলো সবচেয়ে বড় শিক্ষিত। এর কারণ হলো জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠন ও নৈতিক গুণাবলী অর্জনে ব্যর্থ মানুষগুলো অন্যায়, অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এজন্য আমাদের সবাইকে জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনে মনোযোগী হতে হবে এবং যাবতীয় নৈতিক গুণাবলী অর্জন করতে হবে।