প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ১:২০:৩৭ প্রিন্ট সংস্করণ
মোঃ রাসেল আহমেদ,নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে স্ত্রীকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার জাহান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার কুলিয়াটি মাইঝপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, সৈকত দীর্ঘদিন ধরে তার স্ত্রী প্রিয়াঙ্কা চৌধুরীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। গত ১১ আগস্ট তিনি স্ত্রীকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। এতে প্রিয়াঙ্কার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় প্রাণ রক্ষার্থে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই জাহাঙ্গীর চৌধুরী ১৩ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার আসামি সৈকতকে গ্রেপ্তার করে।
মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার দে বলেন, “স্ত্রীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক কাউন্সিলর সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”