আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: তারাকান্দায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটে যাওয়া সোহাগ মিয়া (২০) হত্যা মামলার পলাতক আসামী মামুনুর রশিদ (৩৫) অবশেষে গ্রেফতার হয়েছেন। শনিবার (২৩ আগস্ট ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ও সিপিএসসি, র্যাব-১, গাজীপুরের যৌথ অভিযানে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, বাদী ইকবাল হোসেন (৫৪) ও বিবাদীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে গত ১২ আগস্ট ২০২৫ দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে তারাকান্দা উপজেলার পশ্চিম মালিডাঙ্গা গ্রামের সুরুজ মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর ভিকটিম সোহাগ মিয়াকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এজাহারভুক্ত আসামী ও তাদের সহযোগীরা অতর্কিতভাবে আক্রমণ করে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পিতা ইকবাল হোসেন বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ: ১৭ আগস্ট ২০২৫। এতে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩০২/১১৪/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকে তারা ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারে তৎপর হয়। এর ধারাবাহিকতায় মামলার ৭ নং এজাহারভুক্ত আসামী মামুনুর রশিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।