রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: "শিশুর ভবিষ্যত গড়তে আয়, ভেঙে ফেলি অন্তরায়" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের উপর একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে বেলগাছা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় বাল্যবিয়ের কুফল, আইনগত দিক এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরডিআরএস বাংলাদেশ-এর 'চাইল্ড নট ব্রাইড (সিএনবি)' প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বেলগাছা যুব সংগঠন ।
প্রকল্পের সভাপতি "রাফি ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ে রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান "খোরশেদ আলম " ইউপি সচিব "আলমগীর কবির" আরডিআরএস বাংলাদেশ-এর টেকনিক্যাল অফিসার "মমিন হোসাইন"বেলগাছা যুব সংগঠনের সভাপতি "মালতী রানী"এবং আরডিআরএস বাংলাদেশ-এর ফিল্ড ফ্যাসিলিটেটর "সাবরিনা সুমি"সহ স্থানীয় যুব সংগঠনের সদস্যবৃন্দ।
সভায় অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের বাল্যবিয়ের শিকার হওয়া থেকে রক্ষা করতে এবং গ্রামীণ সমাজে এই কুপ্রথা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।