প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ১২:৩৩:১৪ প্রিন্ট সংস্করণ
এম জালাল উদ্দীন,পাইকগাছা : পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. একরামুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কর্মকর্তা মো. ঈমান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।
এছাড়া পুরস্কার প্রাপ্ত পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন, এসডিএফ ক্লাস্টার কর্মকর্তা নাসিম আনসারি, মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী রণধীর সরকার সহ ব্যবসায়ী ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী নানা কর্মসূচি শেষে আয়োজকরা জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন এবং মৎস্য খাতের উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।