জনপ্রিয় - নিউজ

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর উদ্যোগে হারানো ৬ মোবাইল ফোন মালিকের নিকট হস্তান্তর

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ১২:১৮:৪০ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :  ময়মনসিংহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪), ময়মনসিংহ এর উদ্যোগে হারানো ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারে গঠিত ‘Lost and Found Cell’ সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে।

 

শনিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে র‌্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেন।

 

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরীর উত্তরা ১১ নম্বর সেক্টর ও গুলিস্তান, গাজীপুর জেলার শ্রীপুর, কিশোরগঞ্জ জেলার ভৈরব ও হোসেনপুর এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে হারানো মোবাইল ফোনগুলো জিডি মূলে উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, হারানো ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকের নিকট হস্তান্তর এবং এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে ‘Lost and Found Cell’ নিয়মিতভাবে কাজ করছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‌্যাব জানিয়েছে।

Authors

আরও খবর

Sponsered content