প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৫ , ৫:০০:৪২ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) রাত ৮টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও কারা নির্যাতিত যুবনেতা মোঃ খোরশেদ আলম উজ্জল, সভাপতি- মেদুয়ারী ইউনিয়ন যুবদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল।
এসময় ভালুকা উপজেলা ও মেদুয়ারী ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ ইউনিয়ন বিএনপির পদাধিকারী নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।
সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও সফলভাবে পালনের জন্য বিস্তারিত কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করা হয়।