অনুসন্ধান

ভালুকায় গাঁজা-হেরোইনসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৫ , ৬:২৯:২৩ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে ভালুকা ইউনিয়নের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন ভালুকা পৌরসভার পূর্ব ভালুকার মোঃ ইব্রাহীম খলিল ওরফে রুবেল আহাম্মেদ (৩২) এবং উপজেলার মামারিশপুরের মোঃ সিকান্দার মৃধা (২৬)।

ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে বুধবার রাত সাড়ে ৯টার দিকে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। এ সময় আসামিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-৪৬) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Authors

আরও খবর

Sponsered content