অনুসন্ধান

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার, হাতুড়ি-ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ৩:৩৬:২৭ প্রিন্ট সংস্করণ

মনিরুল ইসলাম, লালমাই – সদর দক্ষিণ, কুমিল্লা :  কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট কেটিসি এলাকায় আড্ডা ও কেক কাটার উদ্দেশ্যে জড়ো হওয়া কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে হাতুড়ি, ছুরি ও বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাদের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২১ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, যেমন হাতুড়ি, ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তারা একটি গ্যাংয়ের সদস্য এবং দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

আটককৃতদের তালিকায় রয়েছে:

 

রাকিব হোসেন সামির (১৯) সাইফুল ইসলাম মিজান (২১), ফাহিম (১৬), শাওন (১৭), ইমন (১৮), সিফাত (১৭), রানা (১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫) আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭) নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬) রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব (১৬), রাব্বি (১৬) সম্রাট (১৭), সাইমন (১৮)।

 

স্থানীয়রা জানান, পুলিশ এমন পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছে।

 

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Author

আরও খবর

Sponsered content