প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ৭:৪৯:৩৩ প্রিন্ট সংস্করণ
মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে লো-পেসারে ভুগছিলেন। গত ২৪ আগষ্ট তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। ঐ দিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় আমিনুর রহমান টুকুর মস্তিস্কে জটিল অপারেশন করা হয়েছে। তবে (২৯ আগস্ট) রাত ৯ টা পার হয়ে গেলেও এখনো তার জ্ঞান ফেরেনি।
আমিনুর রহমান টুকু দীর্ঘদিন সাংবাদিকতা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। ঝিনাইদহ প্রেসক্লাবের একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতি টুকু ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক ঝিনাইদহ পত্রিকার সম্পাদক ছিলেন। বর্তমান তিনি ইউএনবির জেলা প্রতিনিধি। তার সুস্থতা কামনায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবলু কুন্ড, সদস্য এন এম শাহজালাল, হাফিজুর রহমান, মেহেরুন নেছা মিনু, আব্দুর রহমান সালাফি ছাড়াও সংস্থা থেকে উপকার পাওয়া অনেক ভিকটিম অংশ নেন।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ঝিনাইদহ প্রেসক্লাবের প্রবীন সদস্য আমিনুর রহমান টুকুর রোগ মুক্তি কামনা করেছেন। অপরদিকে দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি বিমল কুমার সাহা বয়সজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার রোগমৃক্তি কামনা করেও প্রেসক্লাব নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন।