সারাদেশ

ভালুকায় মৃত মুরগি দিয়ে মাছের খাবার, জরিমানা ১০ হাজার টাকা

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ৮:১৯:৫৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে শনিবার (৩০ আগস্ট ২০২৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোলাম মোস্তফা বিডিআরের ফিশারিতে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করায় ১০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

 

সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন সরেজমিনে এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(২) ধারার প্রেক্ষিতে এই জরিমানা আরোপ করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

এ ঘটনায় স্থানীয়রা বলেন, মৃত মুরগি ব্যবহার করা মাছের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, তাই প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন ছিল।

Authors

আরও খবর

Sponsered content