সংঘর্ষ

“ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল”

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ৬:০০:১৩ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের প্রধান সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির অন্যতম সদস্য এডভোকেট এটিএম মাহবুব উল আলম। উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতা জসীমউদ্দীন, মাসুদ রানা, মাহমুদুল হাসান সোহেল, মতিউর রহমান লিটন, ফারনিম, সালমান, তামিমসহ আরও অনেকে।

 

সমাবেশে বক্তারা নুরুল হক নুরের ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে দাবি করেন। তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলেন।

 

বক্তারা আরও বলেন, নুরের ওপর হামলা গণতন্ত্রবিরোধী চক্রান্তের অংশ। জনগণের অধিকার আদায়ে আন্দোলনকে দমন করতেই এ ধরনের হামলার ঘটনা ঘটানো হচ্ছে।

Authors

আরও খবর

Sponsered content