প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ৫:৫৬:১৪ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ভেকিবিল এলাকায় অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৭টায় এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা।
অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ এর ধারা ৩ ও ৫ এর বিধান অনুযায়ী দুইজনকে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মৎস্যজীবীরাও উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ জাল ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংস রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।