প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ২:৪১:১৭ প্রিন্ট সংস্করণ
হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার দায়ে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরডাঙ্গী বাজার ও গাজিরহাট বাজারের পৃথক দুটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটকের পর এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার সন্ধ্যারই সরকার পাড়া গ্রামের মৃত সইদুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (৩১) ও মুনিষগাঁও গ্রামের কলিমউদ্দিনের ছেলে আরমান আলী (২৪)।
স্থানীয় সূত্র জানায়, ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনলাইন জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এ সাজা প্রদান করেন।
এ বিষয়ে ইউএনও মাজলুবিন রহমান বলেন, ‘ক্যাসিনোসহ সব ধরনের জুয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, দণ্ডিত দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।