অভিযান

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৪৯:১৭ প্রিন্ট সংস্করণ

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদরে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের দুজাহান মেম্বার (৪৫) ও নূর মোহাম্মদ (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুজাহান মেম্বার ও রফিক মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দুজাহানের ওপর রফিকপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই নিহত হন দুজাহান মেম্বার।

খবর ছড়িয়ে পড়লে দুজাহানের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকের বাড়িতে হামলা চালায়। এতে রফিক, তাঁর ভাই মোফাজ্জল, মোফাজ্জলের ছেলে নূর মোহাম্মদ ও স্ত্রী মনোয়ারা গুরুতর আহত হন। পরে তাঁদের সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রফিক ও মনোয়ারাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রফিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Author

আরও খবর

Sponsered content