উন্নয়ন

নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ডা. আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম হিলালী নির্বাচিত

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ৩:০০:৩৮ প্রিন্ট সংস্করণ

মো. রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি পদে ডা. আনোয়ারুল হক (ছাতা প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে ডা. রফিকুল ইসলাম হিলালী (মাছ প্রতীক) বিজয়ী হয়েছেন।

৩০ আগস্ট শনিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে মুক্তারপাড়া মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য।

সম্মেলনের উদ্বোধক ছিলেন স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উল নবী সোহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ)। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, আরিফা জেসমিন নাহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ১১ বছর পর জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হলো। নেতারা আহ্বান জানান, এমন প্রার্থীকে নির্বাচিত করতে হবে যিনি আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময়ে আন্দোলন-সংগ্রামে ছিলেন, নির্যাতিত হয়েছেন এবং ভবিষ্যতেও দলের পাশে থাকবেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না।”

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু এবং জেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন রনি।

ফলাফলে সভাপতি নির্বাচিত হন ডা. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডা. রফিকুল ইসলাম হিলালী।

Author

আরও খবর

Sponsered content