উৎসব অনুৃষ্ঠান

সাভারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসম্মেলন “সীরাত কনফারেন্স”২০২৫

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৫৯:৩৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি: আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার দুপুর ২ টার সময়  রাজধানীর সাভার মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মহাসম্মেলন— “সীরাত কনফারেন্স ২০২৫”।

“সীরাতের আলোকে আত্মপরিচয়, সমকালীন ফেতনা, নেতৃত্ব ও সমাজ পুনর্গঠনের আহবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য এ কনফারেন্সে দেশবরেণ্য আলেম-ওলামা, গবেষক, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এ মহাসম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তক ও দার্শনিক শায়েখ মুসা আল হাফিজ দা. বা.।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য ওলামায়ে কেরাম, শিক্ষানুরাগী এবং সমাজসেবকবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন: হা. মাওলানা মাসুম রাব্বানী, চেয়ারম্যান, ইসলামী প্রজন্ম পরিষদ।
মুফতি শায়েখ কারীম ইমরুল, যুগ্ম – আহ্বায়ক
মুফতি মাসউদুর রহমান জাফরী, মুখপাত্র – ইসলামি প্রজন্ম পরিষদ।

সঞ্চালনা করবেন:
মুফতি ফয়জুল্লাহ আজমী,প্রধান সমন্বয়ক।
মুফতি মাহফুজুর রহমান জহিরী,সদস্য সচিব

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, নাশীদ পরিবেশনা ও ইসলামী দাওয়াতি আলোচনা থাকবে। ইসলামি প্রজন্ম পরিষদের উদ্যোগে আয়োজিত এ সীরাত কনফারেন্সে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Authors

আরও খবর

Sponsered content