জনপ্রিয় - নিউজ

খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন: তোফাজ্জল হোসেন তপু

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৩৪:২৯ প্রিন্ট সংস্করণ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: স্বাধীনতার ঘোষক, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি। আর এই দলকে জনগণের দলে পরিণত করেছেন তাঁর সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া— এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন তপু।

সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে অংশ নেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে তোফাজ্জল হোসেন তপু বলেন, “বাংলাদেশে এক স্বৈরশাসক দীর্ঘদিন জনগণকে শোষণ করেছে। তাকে বিতাড়িত করতে বিএনপি টানা ১৭ বছর আন্দোলন করেছে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমেই খুনি হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে।”

তিনি আরও বলেন, “এখন গণতন্ত্র ফিরিয়ে আনার সময়। আর তা সম্ভব হবে নির্বাচনের মাধ্যমে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশ সংস্কারের প্রথম নায়ক। তাঁর সুযোগ্য পুত্র তারেক রহমান দেশকে নতুন করে গড়ার জন্য ৩১ দফা ঘোষণা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন হলে আর কোনো সংস্কারের প্রয়োজন নেই। এজন্য সংস্কারের কথা বলে অগণতান্ত্রিক শাসন জিইয়ে রাখারও প্রয়োজন নেই।”

পরে তিনি জনগণকে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান এবং র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন। র‌্যালিটি আলুপট্টি থেকে শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে বাটারমোড়ে গিয়ে জেলা ও মহানগর বিএনপির যৌথ সভায় মিলিত হয়।

আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য তাজমূলতান টুটুল, সঞ্চালনায় ছিলেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ- সাংগঠনিক সম্পাদক মো: আল-আমীন সরকার টিটু ।

সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের ভাইস চেয়ারম্যান এবং সাবেক এমপি জাহান পান্না, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক মিন্টু, রাজশাহীর সাবেক মেয়র নজরুল ইসলাম, বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দোলা, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: শরিফুল হক, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, সাবেক মেয়র আলাউদ্দিন আলো, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রশিদ এবং রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আন্তর।

এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: জনপ্রিয় - নিউজ

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮

শাহ জাফর টেকনিক্যাল কলেজে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় রকি স্পোর্টিং ক্লাব ও হামিম স্পোর্টিং ক্লাব

নতুন সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)” এর আত্মপ্রকাশ, কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ময়মনসিংহে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা

ইসলামি প্রজন্ম পরিষদের উদ্যোগে সাভারে সীরাত কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত