জনপ্রিয় - নিউজ

ডাকসু প্রার্থী তাহমিনা আক্তারের ইশতিহার: ধর্মের নামে উগ্রবাদি সন্ত্রাসী চক্রের নিপীড়ন থেকে ছাত্রীদের স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ নিশ্চিত করতে হবে।

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৫৫:২০ প্রিন্ট সংস্করণ

 মঈনউদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধি: জীবনের সত্য এই যে, ভাষা – গোত্র-রাষ্ট্র-লিঙ্গ-বর্ণ-বর্ডার সকল বস্তুর উর্ধে স্রষ্টার নামে স্রষ্টার আলোকেই জীবন।

প্রাকৃতিক শক্তির পর রাজনীতিই জীবন ও দুনিয়ার প্রধান নিয়ন্ত্রক শক্তি। রাজনীতিই জীবননীতি, রাজনীতির বাইরে জীবনের কিছুই নাই। মনমগজ-চিন্তা-চেতনা-শিক্ষা সংস্কৃতি-রুটি-রুজি-নিরাপত্তা-অধিকার -জীবনের স্বাধীনতা বিকাশ সবকিছুই রাজনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অরাজনৈতিক হওয়া মানবজীবন অস্বীকার এবং মিথ্যা -অবিচার -স্বৈরদস্যুতার গ্রাসে আত্মসমর্পণ করা । মনবতাবিধ্বংসী একক গোষ্ঠীবাদি কোন স্বৈররাজনীতির সমর্থন সত্য ও মানবতার বিরুদ্ধে যুদ্ধে শরিক হওয়া এবং জীবন মিথ্যা ও অন্যায় অবিচার স্বৈরতার অংশ হয়ে যাওয়া। একক ধর্মের নামে একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতি ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি স্বৈররাজনীতি এই দুই স্বৈররাজনীতিই মানুষ অমানুষ হওয়া, সত্য ও মানবতার বিলুপ্তি , মানবজীবনের সকল দুর্দশা-সংকট-খুন-গুম-যুদ্ধ-রাষ্ট্রীয় সন্ত্রাস-ধ্বংসযজ্ঞ বাস্তুচ্যুতি মানবতা বিধ্বংসী সকল অন্যায় অপরাধের মূল কারণ। সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসা ও সুরক্ষায় সব মানুষের মানবিক স্বার্থের ধারক সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতিই সকল অপশক্তির স্বৈররাজনীতির বিনাশী গ্রাস থেকে সব মানুষের সুরক্ষায় একমাত্র রাজনীতি মানব্জীবনের একমাত্র বৈধ ও প্রাকৃতিক রাজনীতি।
– আল্লামা ইমাম হায়াত (মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা)
মানবতার রাজনীতির আলোকে সব ধর্মের সব মত পথের সব মানষের সমান নিরাপত্তা – অধীকার-স্বাধীনতা-মর্যাদা-মালিকানা ভিত্তিক বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও প্রতিটি মানুষের বিশ্বনাগরিকত্ব ও বিশ্বসম্পদে সমান মালিকানা ভিত্তিক মানবতার দুনিয়া state & world of universal humanity based on authority of every life এর লক্ষ্যে –
ডাকসু নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তারকে (দর্শন বিভাগ (২০১৯-২০ সেশন) (ব্যালট নং -১০), মোবাইলঃ ০১৯১৩৭৮৭৪৫২ আপনার মহাগুরুত্বপূর্ণ ভোট দিয়ে ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক অধর্ম উগ্রবাদী হিংস্র সাম্প্রদায়িক স্বৈররাজনীতি ও মানবতাবিধ্বংসী বস্তুবাদি জাতীয়তাবাদি স্বৈররাজনীতির ধ্বংসাত্মক গ্রাস থেকে জীবন -রাষ্ট্র-ধর্ম-গণতন্ত্র মানবাধিকার রক্ষা করুন। ডাকসু একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির গ্রাসে গেলে দেশ ও জীবন স্বৈররাজনীতির গ্রাসে ধ্বংস হয়ে যাবে।
* জীবন স্রষ্ট্রার দান – মানবতা রাসুলের দান *
নিরাপদ জীবন চাই-মানবতার রাষ্ট্র চাই, গোষ্ঠীবাদি অপরাজনীতি নিপাত যাক- মানবতা মুক্তি পাক, সব মানুষ ভাই ভাই- মানবতার দুনিয়া চাই।
আমরা সংখ্যাগরিষ্ঠ ছাত্রসমাজ যদি নিম্নলিখিত দাবিগুলোর ভিত্তিতে ঐক্যবদ্ধ হই এবং এই দাবিগুলোর ভিত্তিতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থীকে ভোট দেই তাহলে বাস্তবায়ন সহজ হবে।
১) দলীয় আধিপত্য , দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাস চাই।
২) মুক্ত জ্ঞান চর্চার ও স্বাধীন জীবন বিকাশের শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ হল চাই।
৩) বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক মন্ডলী ও ছাত্র সংসদকে সব ছাত্রছাত্রী সবার কল্যাণে সবার প্রতিনিধিত্ব করতে হবে এবং যে দল থেকেই নির্বাচিত হোক দলীয় বৈষম্য করা যাবে না।
৪) সকল পরিক্ষা ফি বন্ধ করতে হবে।
৫) ছাত্র সংসদ তহবিলের দুই তৃতীয়াংশ গরিব ছাত্র-ছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে।
৬) আসন, শিক্ষক ও আবাসিক হল বাড়াতে হবে এবং সকল প্রকার কোটা বন্ধ করতে হবে।
৭) সবার মত প্রকাশের গণতান্ত্রিক মানবিক পরিবেশ বজায় রাখতে হবে এবং বিশেষভাবে ধর্মের নামে উগ্রবাদি সন্ত্রাসী চক্রের নিপীড়ন থেকে ছাত্রীদের স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ নিশ্চিত করতে হবে।
জীবিত হলে মানবসত্তা- জীবিত হবে মানবজীবন ! জীবিত হলে মানবতার রাজনীতি- জীবিত হবে মানবতা !
জীবিত হলে মানবতার রাষ্ট্র – জীবিত হবে মানবাধিকার ! জীবিত হলে মানবতার বিশ্বরাষ্ট্র – বিজয়ী হবে মানবজীবন !
আমি কে ? মানবিক মানুষ ! তুমি কে ? মানবিক মানুষ ! আমরা কে ? মানবতার বিপ্লব ! জীবন কার ? যার যার !
মালিক কে? দয়াময় স্রষ্টা ! মুক্তির উৎস কে ! প্রাণাধিক প্রিয়নবী ! সংকটের কারণ কি? এক গোষ্ঠীর রাষ্ট্র !
জীবনের পরাধীনতা কি ? স্বৈরদস্যুতন্ত্র ! মিথ্যা কি ? বস্তুবাদ ! ধোকা কি ? ধর্মের নামে অধর্ম উগ্রবাদ !
অপরাধ কি ? একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি ! মুক্তির কোন নীতি ? মানবতার রাজনীতি ! রাষ্ট্র কার ? সব মানুষের !
সম্পদ কার ? সব মানুষের ! দুনিয়া কার ? সব মানুষের ! বাঁচার উপায় কি ? মানবতার রাষ্ট্র !
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট-World humanity revolution student front

Author

আরও খবর

Sponsered content