প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৬:১৮:০৬ প্রিন্ট সংস্করণ
মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় চাঞ্চল্যকর সিএনজি চালক নুরুজ্জামান (৩৮) হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার দিকে বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রেহাব মিয়া (৪২); মো. সোহাগ মিয়া (৩০)।
তারা দুজনেই কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ভাগ্যবপুর বড়বাড়ী (পাঁচহার) গ্রামের মৃত রাজ আলী ও হালেমা আক্তারের সন্তান।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া ও কলমাকান্দা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতে হাজির করলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এর আগে গত ২১ আগস্ট রাতে এই মামলার আরেক আসামি অলি মিয়া (৩০) গ্রেফতার হয়। এ নিয়ে সিএনজি চালক নুরুজ্জামান হত্যা মামলায় মোট তিনজন আসামিকে গ্রেফতার করল পুলিশ।