জনপ্রিয় - নিউজ

ফুলপুরে নদী ভাঙনে ঝুঁকিতে স্কুল, জিও ব্যাগ স্থাপন শুরু

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩৬:৩৮ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভয়াবহ নদী ভাঙনের হুমকির মুখে পড়েছে। বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি বিদ্যালয়টি পরিদর্শন শেষে বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার পরিবেশ রক্ষায় কোনো প্রকার অবহেলা করা যাবে না। যতদিন পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান না হয়, ততদিন আমরা পাশে থাকব।”

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম তালুকদার ও হাবিবুর রহমান, পৌর বিএনপির আমিনুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব, সদস্য আজহারুল ইসলাম, যুবদল নেতা হাসানুজ্জামান মুক্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টি নদীতে বিলীন হওয়ার পথে থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। নদী ভাঙন প্রতিরোধে এই উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি তারা দ্রুত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Authors

আরও খবর

Sponsered content

আরও খবর: জনপ্রিয় - নিউজ

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮

শাহ জাফর টেকনিক্যাল কলেজে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় রকি স্পোর্টিং ক্লাব ও হামিম স্পোর্টিং ক্লাব

নতুন সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)” এর আত্মপ্রকাশ, কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ময়মনসিংহে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা

ইসলামি প্রজন্ম পরিষদের উদ্যোগে সাভারে সীরাত কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত