জনপ্রিয় - নিউজ

ভালুকায় দিনদুপুরে আড়াই লাখ টাকা ছিনতাই

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০৩:৩৬ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকায় মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মোঃ আবুল কাশেম (৫০) নামের এক ব্যক্তিকে অজ্ঞান করে আড়াই লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। আবুল কাশেম উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মৃত জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম ওই দিন দুপুরে আড়াই লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে চড়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে যাচ্ছিলেন। পথে চাঁনপুর এলাকায় অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করেন। তিনি উল্টোদিকের দিকে পালানোর চেষ্টা করলে ওই দুই ব্যক্তি তাকে ধরেন এবং মুখে কিছু লাগিয়ে অজ্ঞান করে তার সঙ্গে থাকা টাকা লুট করে চলে যান।

পরবর্তীতে স্থানীয়রা আবুল কাশেমকে উদ্ধার করে চাঁনপুর বাজারে নিয়ে আসেন। পরে পরিবারের লোকেরা তাকে বাড়ি নিয়ে যান।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এখন পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দাখিল হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Authors

আরও খবর

Sponsered content