প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০৪:৫৭ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সাব্বির (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার ৬ নম্বর ভালুকা ইউনিয়নের বাসিল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির স্থানীয় বাসিন্দা হান্নান মুন্সির মেয়ের নাতি।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে অসতর্ক মুহূর্তে সাব্বির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় এবং পরে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় বাসিল গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সাব্বিরের অকাল মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় এক প্রতিবেশী বলেন, “এত ছোট একটি শিশুর এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে কষ্ট দিয়েছে।”
ভালুকা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, গ্রামে পুকুর ও জলাশয়ের আশপাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকেও সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।