জনপ্রিয় - নিউজ

মদনে ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০৯:৩৬ প্রিন্ট সংস্করণ

মোঃ রাসেল আহমেদ,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদনে পৃথক অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত মদন উপজেলার উত্তরপাড়া ও কদমতলী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন—

রুবেল মিয়া (৩২), মদন উত্তরপাড়া গ্রামের আব্দুল মাওলার ছেলে

মহিবুল (২৬), কদমশ্রী গ্রামের আবুল মিয়ার ছেলে

হিরন মিয়া, পরশখিলা ভাটিপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে

মিলন শেখ (৩২), তিয়শ্রী উত্তরপাড়া গ্রামের কহোজ মিয়ার ছেলে

আনোয়ার হোসেন (২৮), বৃ-বড়িকান্দি গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক পাঁচ যুবক দীর্ঘদিন ধরে মদনসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মদন থানার ওসি মোঃ শামসুল আলম শাহ বলেন,

> “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৫ যুবককে ইয়াবাসহ আটক করা হয়েছে। মাদকমুক্ত মদন গড়তে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

 

আটক পাঁচজনকে মঙ্গলবার বিকেলে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

Author

আরও খবর

Sponsered content