জনপ্রিয় - নিউজ

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা কর্মশালা

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩০:৩০ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (২০২৬-২০৩০) প্রণয়ন সংক্রান্ত পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং উন্নত দেশ গঠনে দুর্যোগ ঝুঁকি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অপরিহার্য। এ লক্ষ্যেই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৬-২০৩০ প্রণয়ন করা হচ্ছে।

প্রধান অতিথি আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা বলেন, “অঞ্চলভিত্তিক কর্মশালা আয়োজনের মাধ্যমে আমরা দুর্যোগকালীন করণীয়, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সংগ্রহ করছি। এতে করে পরিকল্পনাটি হবে আরও কার্যকর।”

সভাপতি মুফিদুল আলম বলেন, “এই কর্মশালা জেলা দুর্যোগ কমিটি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য দিকনির্দেশনামূলক ভূমিকা রেখেছে। দুর্যোগ চলাকালীন ও পরবর্তীতে করণীয় বিষয়ে তারা মূল্যবান ধারণা পেয়েছেন।”

কর্মশালায় সরকারি কর্মকর্তা, জেলা দুর্যোগ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Authors

আরও খবর

Sponsered content

আরও খবর: জনপ্রিয় - নিউজ

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮

শাহ জাফর টেকনিক্যাল কলেজে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় রকি স্পোর্টিং ক্লাব ও হামিম স্পোর্টিং ক্লাব

নতুন সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)” এর আত্মপ্রকাশ, কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ময়মনসিংহে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা

ইসলামি প্রজন্ম পরিষদের উদ্যোগে সাভারে সীরাত কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত