রাজনীতি

শ্রীপুর পৌর বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৪৯:৪৯ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি, আল আমিন খান :  গাজীপুরের শ্রীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে পৌর এলাকার ২ নং সি এন্ড বি বাজার থেকে দিনটির সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে। এরপর বিশাল আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ২ নং সি এন্ড বি বাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচে এসে শেষ হয়। পথে পথে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মহাসড়ক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক জনাব  আলহাজ্ব হুমায়ুন কবির সরকার। সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী যৌথ সঞ্চালনার দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ১ নং যুগ্ন আহবায়ক গাজীপুর জেলা বিএনপি  অধ্যাপক   ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

শোভাযাত্রায় অংশ নেয় হাজারো নেতাকর্মী। তারা নানা রঙের পোশাকে সজ্জিত হয়ে হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে দলীয় স্লোগানে মুখরিত করে তোলে শ্রীপুর পৌর এলাকা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। শোভাযাত্রার প্রতিটি অংশ ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে গান, নাচ ও স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে তোলে।

এসময় বক্তারা বলেন, বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণের অধিকার আদায়ে এ দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Authors

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে। ভিজিট: www.muktokathannews.com (ইন্স্যুরেন্স আওতাভুক্ত)

    View all posts

আরও খবর

Sponsered content