প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২০:২০ প্রিন্ট সংস্করণ
মুক্তকথন ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি জবানবন্দিতে জানান, আন্দোলন দমনে শেখ হাসিনা সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।
তার ভাষ্যমতে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমন করতে পুলিশ, সেনাবাহিনী, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়। এতে অসংখ্য ছাত্র-জনতা নিহত ও আহত হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ছিলেন এ ঘটনায় অতি উৎসাহী।
সাবেক আইজিপি আরও জানান, নিয়মিত বৈঠকে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটক ও আন্দোলন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হতো। র্যাবের মাধ্যমে গুম, বন্দিশালা, নির্যাতন ও ক্রসফায়ারের নির্দেশও সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসত।
তিনি বলেন, “আমি পুলিশ প্রধান হিসেবে লজ্জিত ও অনুতপ্ত। নিহতদের পরিবার, আহত ব্যক্তি ও দেশবাসীর কাছে ক্ষমা চাইছি।”
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সাবেক আইজিপির এ সাক্ষ্য অকাট্য দলিল এবং বিশ্বের কোন আদালতেই একে দুর্বল প্রমাণের সুযোগ নেই।