প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৩৭:০৬ প্রিন্ট সংস্করণ
সেলিম আহমেদ (স্টাফ রিপোর্টার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া): যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক এ.এইচ.রনি.কে রুহি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক ভিডিও বার্তায় বলেন জুলাই আগস্টের আন্দোলনে অনেক ভাই আহত হয়েছে, অনেক ভাই নিহত হয়েছে। নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আসলে যেটা নিয়ে আন্দোলন করেছিলাম সেই প্রতিফল কিন্তু আমরা এখনো পাচ্ছিনা। আপনারা জানেন যে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে তারকাটার বাহিরে, সে চাইলে দেশে ব্যাক করতে বেশিক্ষণ সময় লাগবে না।
তিনি বলেন, শেখ হাসিনা জানে যে বাংলাদেশের জনগণ অনেক ভয়ঙ্কর আবার অনেক ভালো মানুষ। এই যে গত দুই দিন আগে আমাদের অনেক নেতাকর্মীরসহ নুরুল হক নূরের উপর যে হামলাটা হয়েছে এই হামলাটা একটা টুব বা টেস্ট ছিল। অন্যান্য যে রাজনৈতিক সংগঠন গুলো রয়েছে যেমন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশের নতুন করে একটি প্রতিবিপ্লব ঘটানোর জন্য ওরা আসলে নুরুল হক নূরকে দিয়ে পরীক্ষা করছে যে নুরুল হক নুর যেহেতু একটা ভাইরাল পারসন, জাতীয় বড় নেতা, তাকে আঘাত করলে যদি সবাই চুপ থাকে তাহলে বাংলাদেশে প্রতিবিপ্লব ঘটানোর একটা সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন যখন দেখেছে যে নুরুল হক নূরের উপরে হামলা করার পরে সব রাজনৈতিক দল ভেদাভেদ ভুলে গিয়ে তার পাশে দাঁড়িয়েছে, হিমসিম এর মধ্যে রয়েছে, এবং পাশাপাশি দেখেছেন যে সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি খুব তাড়াতাড়ি যদি নির্বাচন হয়ে যায় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে নিশ্চিত।
এ.এইচ.রনি.কে রুহি বলেন বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিকে ৬ মাসের মধ্যে তাড়াতে তাদের বেশিক্ষণ সময় লাগবে না। কারণ বিএনপি বা অন্য রাজনৈতিক দল বলেন, মানেন বা না মানেন আওয়ামীলীগের মত একটা রাজনৈতিক সংগঠনের কুট-কৌশল চলাফেরাসহ তাদের যে বৈশিষ্ট্য রয়েছে তার সাথে টেক্কা দেওয়ার মত বাংলাদেশে এরকম কোন রাজনৈতিক দল নেই।