অনুসন্ধান

মগরা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ২:১৪:০৪ প্রিন্ট সংস্করণ

মোঃ রাসেল আহমেদ,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম হাসনপুর গ্রামে মগরা নদীতে গোসল করতে নেমে মো. বুরুজ তালুকদার (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পরিবারের বক্তব্য

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বুরুজ তালুকদার বাড়ির পিছনে নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি। পরে স্থানীয়রা নদীর ঘাটে তার কাপড়চোপড় পড়ে থাকতে দেখেন।
পরিবার আরও জানায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনবার ব্রেন স্ট্রোক হওয়ায় তার শরীরের ডান পাশ অবশ হয়ে গিয়েছিল। পাশাপাশি কথা বলতেও কষ্ট হতো।

তল্লাশি অভিযান

ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু হলেও তাকে পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দলের প্রধান কামরুল হাসানের নেতৃত্বে নদীতে তল্লাশি অভিযান চালায়। কিন্তু প্রবল স্রোতের কারণে নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

ডুবুরি দলের প্রধান কামরুল হাসান বলেন, “নদীতে স্রোত অনেক বেশি থাকায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আশা করছি তাকে খুঁজে বের করতে পারব।”

 

পুলিশের বক্তব্য

ঘটনাস্থলে উপস্থিত মদন থানার এসআই হাসেম মিয়া বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে তল্লাশি অভিযান চলছে। নিখোঁজ ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।”

জনপ্রতিনিধিদের বক্তব্য

ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সামিউল হায়দার শফি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, “এ ধরনের দুর্ঘটনা সত্যিই মর্মান্তিক। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি। পরিবারের পাশে আছি এবং নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

এ সময় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পাভেল পাঠান বলেন, “বৃদ্ধ নিখোঁজ হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা ফায়ার সার্ভিস ও পুলিশের সঙ্গে আছি। আশা করছি তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।”

Author

আরও খবর

Sponsered content