প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৪২:১১ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ ও সেনা সদস্যরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের পর এসব অভিযান পরিচালিত হয়।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আ. জব্বারের ছেলে কাজল (২৫), কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এর আগে দুপুর আনুমানি আড়াইটার সময় সেনা বাহিনী ও রাণীশংকৈল থানা পুলিশের যৌথ অভিযানে ৫নং বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রাম থেকে মৃত শামসুদ্দিনের ছেলে সুমন মিয়া (৪০),কে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহা. আরশেদুল হক জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’