হাসান মাহমুদ, স্টাফ রিপোর্টার : সাভারের মডেল মসজিদ মিলনায়তনে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছিল সীরাত কনফারেন্স ২০২৫।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ আয়োজন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ সাভারের সর্বজনীন উলামায়ে কেরামের উপস্থিতি ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
[video width="1920" height="1080" mp4="https://muktokathannews.com/wp-content/uploads/2025/09/InShot_20250905_180532665.mp4"][/video]
এ সময় বিশেষভাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন পীরে কামেল আল্লামা জহিরুল ইসলাম, যিনি অনুষ্ঠানে আধ্যাত্মিক নেতৃত্বের মুরুব্বি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও অন্যান্য অতিথিরা ইসলামী দিকনির্দেশনা ও মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আন নাশীদ শিল্পীগোষ্ঠী পরিবেশন করে হৃদয় ছোঁয়া নাতে রাসুল ও ইসলামী সংগীত, যা পুরো মিলনায়তনে সৃষ্টি করে আধ্যাত্মিক আবহ।
[video width="1920" height="1080" mp4="https://muktokathannews.com/wp-content/uploads/2025/09/InShot_20250905_180837094.mp4"][/video]
পরে নির্ধারিত বিষয়ে মূল আলোচনায় অংশ নেন প্রধান আলোচক ও বিশেষ অতিথিরা। তাঁদের আলোচনায় উঠে আসে—সীরাতের আলোকে আত্মপরিচয়, সমকালীন ফেতনা মোকাবিলা, নেতৃত্ব ও সমাজ পুনর্গঠনের দিকনির্দেশনা।
অনুষ্ঠানটি ইসলামী প্রজন্ম পরিষদের উদ্যোগে চমৎকারভাবে আয়োজন করা হয়। কনফারেন্স বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম ও মেহনত করেন সংগঠনের আহ্বায়ক মাওলানা মাসুম রব্বানী, মুখপাত্র মাওলানা মাসউদুর রহমান জাফরী, সদস্য সচিব মাওলানা মাহফুজুর রহমান জহিরী, প্রধান সমন্বয়ক মুফতি ফয়জুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক শাহেদ করিম ইমরুল।