অনুসন্ধান

কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার 

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩:২৭:১৪ প্রিন্ট সংস্করণ

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি :   বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলো—মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকার আলী নেওয়াজের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (৩৫) এবং তার সহযোগী একই এলাকার মৃত শামসুদ্দিন শেখের ছেলে আরিফ শেখ (৩২)।

 

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ আসে টেকপাড়া এলাকায় ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন মাদক ব্যবসায়ী। সে সময় তাৎক্ষণিক কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশির সময় আরিফুল ইসলামের কাঁধে ঝুলানো ব্যাগ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা দুজনই স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Author

আরও খবর

Sponsered content