অনুসন্ধান

ভালুকায় অবৈধ কারখানায় ৯ লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ২:৩৯:৫৩ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ব্যাটারি ব্রেকিং কারখানা পরিচালনার অভিযোগে এক শিল্পপ্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

 

অভিযানে দেখা যায়, “ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এক্সটেনশন)” নামের একটি পুরাতন ব্যাটারি ব্রেকিং কারখানা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। এ অপরাধে ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ এবং ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট ৯ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

Authors

আরও খবর

Sponsered content