দুর্ঘটনা

ভালুকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক-হেলপার আহত

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৫৪:০৮ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:   ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক ও হেলপার। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আব্দুল জলিল (৪৫) এবং ভালুকা মাস্টারবাড়ী এলাকার খাইরুল ইসলাম (৪০)।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী চিনি-আটা বোঝাই একটি ট্রাক এবং ঢাকাগামী রসুন-আদা বহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ট্রাকের ভেতরে চালক ও হেলপার আটকা পড়েন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের জীবিত উদ্ধার করে।

 

পরে আহতদের অ্যাম্বুলেন্সে করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের সফলভাবে উদ্ধার করতে সক্ষম হন।

 

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

Authors

আরও খবর

Sponsered content