প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৩৩:২৩ প্রিন্ট সংস্করণ
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আলফাডাঙ্গা চৌরাস্তায় উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে “গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ” রক্ষার শপথ নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন— ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিমুল মোল্লা, আলফাডাঙ্গা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ রঞ্জু, বোয়ালমারী উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মুন্না, একই উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ এনায়েত হোসেন মৃধা ও মোঃ সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ মোঃ পারভেজ, মোঃ জনি, মোঃ বিল্লাল, মোঃ রুবেলসহ আলফাডাঙ্গা উপজেলা গণ অধিকার পরিষদের অসংখ্য কর্মী-সমর্থক।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রবাসী অধিকার পরিষদের মোঃ মনির চৌধুরী।