উৎসব অনুৃষ্ঠান

ময়মনসিংহে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩:১৯:৪৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:    ময়মনসিংহে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীরতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মিলনায়তনে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি নবী করিম (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে সত্য, ন্যায় ও মানবতার পথে চলার আহ্বান জানান এবং বলেন, এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করবে।

 

আলোচনা সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শান্তিপূর্ণ মানবতার বাণী তুলে ধরেন।

 

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্বিরাত, হামদ-নাৎ, ইসলামি সংগীত ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

Authors

আরও খবর

Sponsered content