প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৪৯:৪৪ প্রিন্ট সংস্করণ
আব্বাস উদ্দিন:স্টাফ রিপোর্টার( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঁদাবাজি, ভূমি দখল ও হয়রানী মুলক মিথ্যা মামলা প্রতিবাদে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডঃ সোহেল রানা খাদিম একজন আইনজীবি হওয়ায় বিএনপির দলীয় ক্ষমতা অপব্যবহার করে এডঃ সোহেল রানা খাদিম গংদের মিথ্যা মামলায় দিশেহারা হয়ে আসামীরা এখন ঘরের বাইরে দিনাতিপাত করছে।
সাংবাদিক সম্মেলনে এডঃ সোহেল রানা খাদিম গং রা লাঠিয়াল, চাঁদাবাজ, মামলাবাজ ও ভূমিদস্যু হিসাবে এলাকায় পরিচিত বলে ভুক্তভোগীরা জানায়।
এলাকার মানুষ তার দাপটে ও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। যখনই কোন ব্যক্তি তাদের অপকর্মের বিরুদ্ধে মুখ খুলে তখনই তাকে/তাদেরকে আইনজীবী হিসাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে সোহেল রানা গংদের বিরুদ্ধে অভিযোগ তুলে লিখিত বক্তব্য রাখেন মাহবুবুর রহমান সুমন। এ সময় মফিজ উদ্দিন খাদেম,আনিছ খাদেম সহ ভুক্তভোগীদের অনেকেই উপস্থিত ছিলেন। । যাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাসানোসহ জমি ও বাড়ি দখল করেছে সেই ভুক্তভোগীরা হল কামরুজ্জামান দানু, মফিজুর রহমান, ধীরেন্দ্র লাল ভৌমিক, হীরালাল ভৌমিক, হারাধন মনিরুল ইসলাম, সেলিম মিয়া খাদিম,আবুল কায়েছ, আনিছ মিয়া,রফিকুল ইসলাম,সেলিম মিয়ার বাড়ি দখল, মাহবুবুর রহমান সুমন, অপরদিকে রাহুল ভোমিক এর নিকট থেকে স্ট্যাম্পে
জোর পূর্বক স্বাক্ষর করিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে । ভুক্তভোগীদের অভিযোগের যেন শেষ নেই।